Skip to main content

Posts

Showing posts from June, 2021

ফ্রম লাদাখ উইথ লাভ! (Part 03 - The End)

লাদাখ যাবার রাস্তা দুটো, দিল্লী থেকে মানালি হয়ে অথবা শ্রীনগর দিয়ে । এই দুই পথে ফেরাও যায় । অধিকাংশ মানুষ এক পথে যায় এবং অন্য পথে ফিরে আসে । আমাদের প্ল্যানও সেরকমই ছিল কিন্তু মানালি দিয়ে যে রাস্তা, তা বরফের কারণে বন্ধ ছিল । যার কারণে ওই পথে যাওয়া বা আসা কোনটাই আমাদের হয়ে ওঠে নি । আমরা লাদাখ থেকে ফেরার ২-৩ দিন পরেই অবশ্য রাস্তাটা খুলে দেয়া হয় । সময়স্বল্পতার কারণে আমরা অপেক্ষা করতে পারি নি নতুবা দুদিন বেশি থেকে মানালি রাস্তা দিয়েই আমরা দিল্লী ফিরতাম । শ্রীনগর থেকে লাদাখ যাবার ব্যাপারে আসলে যা বলবো তাই কম বলা হবে । পথের দূরত্ব প্রায় ৪২০ কিলো, আঁকাবাঁকা পাহাড়ি পথ, কোথাও বরফ, কোথাও কাঁদা, কোথাও আবার সুন্দর পিচঢালা রাস্তা । এই রাস্তা যে কি রাস্তা তা আসলে বুঝতে হলে স্বচক্ষে অবলোকন এর কোনই বিকল্প নেই । প্রথমেই পড়ে সোনমার্গ – বরফে ঢাকা সোনমার্গ এক অনিন্দ্যসুন্দরি । যদিও সোনমার্গ-এ একদমই সময় আমরা ব্যয় করি নি, কারণ আমাদের প্রধান লক্ষই ছিল লেহ-লাদাখ আর এতো দুরের পথ, সময় খুব সাবধানে হিসাব করতে হয় । এর সাথে আছে রাস্তায় ট্র্যাফিকএর হ্যাপা । তাই আমরা ছুটে চলার সিদ্ধান্তই নেই । পথে যে যে জায়

ফ্রম লাদাখ উইথ লাভ! (Part 02)

সকালের ডাললেক একেবারেই অপরিচিতা। রাতের নিস্তব্ধতার কিছুই আর নেই । ‘শিকারা’ (ডাললেকে চলাচল করা সাজানো ছোট কাঠের নৌকা, ছবিতে দৃশ্যমান) নিয়ে হাঁকডাক দিয়ে বেড়াচ্ছে শিকারার মাঝি । অদূরেই উচু পাহাড় এর ফাঁক দিয়ে সূর্যের আরামদায়ক আলো মুখে আলতো করে ছুয়ে যাচ্ছে । চারপাশে মানুষের কর্মব্যাস্ততা বাড়ছে । আমরাও বেরিয়ে পড়লাম আমাদের হাউসবোট থেকে । জাভেদ ভাই গাড়ি নিয়ে আগে থেকেই তৈরি । আমাদের কাশ্মীরে গন্তব্য পেহেল্গাম, গুলমার্গ আর লাদাখ যাবার পথে সোনমার্গ । দেরি না করে তাই যাত্রা শুরু । পথিমধ্যে আপেল বাগান, আখরোট দেখতে দেখতে পৌঁছে গেলাম পেহেলগাম । রাস্তায় আমাদের সঙ্গি ছিল বিখ্যাত ‘লিদার’ নদী । যারা বলিউড-এর পোকা, তারা নানান মুভিতে দেখে থাকবেন এই নদী । জায়গায় জায়গায় বোল্ডার আর ছোট ছোট ফটোজেনিক সেতু । সাথে আরামদায়ক ঠাণ্ডা বাতাস । উদাসী হতে আর লাগে কি! পেহেলগাম অনেকগুলা ভ্যালি-এর সমন্বয় । এখানে ছিল বেতাব ভ্যালি, আরু ভ্যালি । পাহাড়-নদীর পাশে বসে থেকে এখানে সময় কন্দিন দিয়ে চলে যায়, টের পাওয়া দায় । দূরে বরফে ঢাকা সাদা পাহাড়, পাহাড়ের নিচে দৌড়ে বেড়াচ্ছে বেয়াড়া ঘোড়া । এখানে বৃষ্টির কোন ঠিকঠিকানা নাই,

ফ্রম লাদাখ উইথ লাভ! (Part 01)

  ফ্রম লাদাখ উইথ লাভ! (Part 01) লেহ-লাদাখ একটা স্বপ্নের নাম । আমার জন্যও তা ব্যাতিক্রম ছিল না । হঠাৎ করেই এই স্বপ্নের জায়গায় ভ্রমণের সুযোগ মিলে যাবে, তা কল্পনাতেও ছিল না । আকাশের ওপর মরুভূমি, টার্গেট ১৮,০০০ ফিট, নানান ঘটনা-দুর্ঘটনায় সদস্য সংখ্যা ৬ । সময় মাত্র দিন ১০, জী, মাত্র ১০ দিন । কারন আর কিছুই না, আমাদের সুবিশাল লক্ষ্য । প্ল্যান ছিল মূলত দুটো, একটায় দিল্লি-জম্মু-শ্রীনগর-লাদাখ-মানালি-দিল্লি । তবে সময়টা বৈরি, শ্রীনগর-মানালি হাইওয়ে থাকে বন্ধ আর লাদাখের নানান জায়গা ভ্রমণের পারমিট দিল্লী থেকে নিতে হয় এবং তাতে বিস্তর সময়ক্ষেপণ, এম্নিতেই হাতে সময় সীমিত, দিল্লিতে তাই পারমিটের জন্য সময় দেয়া এককথায় ছিল অসম্ভব । লাদাখে গিয়ে পারমিট পাওয়া যায় কিনা, তা দেখা ছাড়া উপায় তাই ছিল না । । তো এমন ক্ষেত্রে আমরা যা করি, প্ল্যান বি তাই তৈরি করেই এগুনো । প্ল্যান বি ছিল দিল্লি-জম্মু-শ্রীনগর-লাদাখ- শ্রীনগর-জম্মু-দিল্লি (পরবর্তীতে বিস্তারিত) । এ ক্ষেত্রে মেইন লেহ-লাদাখ শহর ঘুরেই আমরা ব্যাক করবো । ‘যা হবে দেখা যাবে’ মাথায় নিয়েই তাই শুরু করে দিলাম আমাদের অভিযান । শুরুতেই ছিল আমার সঙ্গীদের নিয়ে এক্